ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

আরও ৮ সপ্তাহের জামিন চান মির্জা ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
আরও ৮ সপ্তাহের জামিন চান মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: নাশকতার তিন মামলায় আপিল বিভাগ থেকে ছয় সপ্তাহের জামিনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিচারিক আদালতে আত্মসমর্পণের জন্য আরও আট সপ্তাহের সময় চেয়ে আবেদন জানিয়েছেন।

রোববার (২৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আইনজীবীর মাধ্যমে তিনি এ আবেদন জানান।



গত ১৩ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ছয় সপ্তাহের জামিন দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। পল্টন থানার ওই তিন মামলায় জামিনের মেয়াদ শেষে ফখরুলকে আবার বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলেছিলেন আপিল বিভাগ।

পরে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান ফখরুল। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি।

রোববারের জামিন আবেদনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন তার আইনজীবী সগীর হোসেন লিয়ন।

এই আইনজীবী জানান, সোমবার (২৪ আগস্ট) আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে এ ব্যাপারে শুনানি হতে পারে।

গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার পর আটক হন ফখরুল। ছয় মাস কারাবন্দি থাকার পর ১৩ জুলাই আপিল বিভাগের আদেশের তিনি জামিনে মুক্তি পান।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
ইএস/আরএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।