ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে মিনুর জামিন নামঞ্জুর, মিলনের জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
রাজশাহীতে মিনুর জামিন নামঞ্জুর, মিলনের জামিন মিজানুর রহমান মিনু

রাজশাহী: বিস্ফোরক মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর সভাপতি মিজানুর রহমান মিনুর জামিন নামঞ্জুর করে ফের কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৩ আগস্ট) দুপুরে রাজশাহী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিজানুর রহমান এ নির্দেশ দেন।



নাশকতার মামলায় কারাগারে আটক থাকা বিএনপি নেতা মিজানুর রহমান মিনুকে হাজিরার নির্ধারিত দিনে রোববার দুপুরে আদালতে হাজির করে পুলিশ। এ সময় জামিনের আবেদন জানান মিনু। পরে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে ফের তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, জেলগেট থেকে গ্রেফতারের তিনদিন পর জামিন পেয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। দুপুরে একই আদালতে তাকে হাজির করা হয়। পরে তার আইনজীবী জামিনের আবেদন জানালে আদালতের বিচারক তা মঞ্জুর করেন।

বিএনপি নেতা শফিকুল হক মিলনের আইনজীবী রইসুল ইসলাম বাংলানিউজকে জানান, গত ২০ আগস্ট সন্ধ্যায় জামিনে মুক্তি পাওয়ার পর রাজশাহী কেন্দ্রীয় কারাগারের প্রধান গেট থেকে ডিবি পুলিশ বিএনপি নেতা শফিকুল হক মিলনকে ফের আটক করে। পরে তাকে সরকারি কাজে বাধাদানের অভিযোগে বোয়ালিয়া থানার গত ১ মার্চের মামলায় গ্রেফতার দেখানো হয়। কিন্তু অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

অ্যাডভোকেট রইসুল জানান, গত ৫ জানুয়ারির পর নগর বিএনপি নেতা শফিকুল হক মিলনের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করে পুলিশ। এসব মামলায় গত ৩১ মে ও ২৬ জুন উচ্চ আদালত থেকে চার সপ্তাহের অর্ন্তবর্তীকালীন জামিন পান তিনি। গত ২৫ জুন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে বোয়ালিয়া থানায় নাশকতার দু’টি মামলায় জামিনও পান। কিন্তু ২৬ জুলাই বোয়ালিয়া ও মতিহার থানার দু’টি মামলায় আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছিলো।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
এসএস/টিআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।