ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুর আদর্শে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান আনিসুলের

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
বঙ্গবন্ধুর আদর্শে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান আনিসুলের ছবি: সোহাগ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বঙ্গবন্ধুর আদর্শে বর্তমান প্রজন্মকে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখতে আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে জাতীয় শিল্পকলা একাডেমিতে শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

বঙ্গবন্ধু প্রজন্ম লীগ এ সভার আয়োজন করে।

আনিসুল হক বলেন, বঙ্গবন্ধু এই দেশ ও দেশের মেহনতি মানুষের জন্য স্বপ্ন দেখতেন। তিনি এ দেশের ভাগ্য পরিবর্তন নিয়ে চিন্তা করতেন। বাঙালি জাতিকে তিনি স্বাধীনতার মাধ্যমে একটি পতাকা দিয়ে গেছেন। যে পতাকা আর কারও শক্তি নেই নামানোর।

আনিসুল বলেন, বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়েছে কিন্তু তার আদর্শকে কেউ হত্যা করতে পারেনি। যে পতাকা তিনি দিয়ে গেছেন সেই পতাকা অনেক শক্তিশালী। এ পতাকা সমুন্নত রেখে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যেতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪র্থ শ্রেণির কর্মচারীদের দাবি আদায়ের জন্য আন্দোলন করতে গিয়ে ছাত্রত্ব হারিয়েছেন। কিন্তু তিনি ছাত্রত্ব ফিরে পাওয়ার জন্য কারও কাছে ধর্না দেননি। বিশ্ববিদ্যালয় তার সেই ছাত্রত্ব ফিরিয়ে দিয়েছে, তবে অনেক পরে (২০১০ সালে)।

উন্নয়নশীল দেশ থেকে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজ করে যাচ্ছেন, তাতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বঙ্গবন্ধু ১৪ বার জেলে গিয়েছেন, জীবনের বেশিরভাগ সময় নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু কখনও অধিকার আদায়ের সংগ্রাম থেকে পিছপা হননি।

তিনি আরও বলেন, ভিন্ন মতের অনেকেই রয়েছেন যারা ভিন্ন সংগঠন করেন। তারা হয়তো প্রকাশ্যে সভা-সমিতিতে বঙ্গবন্ধুর প্রশংসা করেন না। কিন্তু সামনা-সামনি বা চায়ের টেবিলে তাদের বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রকাশ করতে দেখা যায়।

আয়োজক সংগঠনের সভাপতি ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আবদুল ওয়াদুদ, সুজিত রায় নন্দী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান ও সাংবাদিক মোজাম্মেল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
এমএম/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।