ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক গভীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক গভীর ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অতীতের চেয়ে বাংলাদেশের সঙ্গে আমেরিকার গভীর সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) মিলনায়তনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।



‘বাংলাদেশের প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটিজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই)।
 
রিজভী বলেন, বাংলাদেশের সঙ্গে আমেরিকার অতীতের যে কোনো সময়ের চেয়ে ডিপার ওয়াইডার অ্যান্ড ব্রডার সম্পর্ক রয়েছে। অনেকে বলে থাকেন, রাজনৈতিক কারণে জিএসপি সুবিধা পাওয়া যাচ্ছে না। কিন্তু এটা আসলে রাজনৈতিক নয়, শর্ত না মানার কারণে হয়েছে।

তিনি বলেন, ফরেন পলিসি ও ফরেন রিলেশন আলাদা করে দেখার সুযোগ নেই। এ তথ্যপ্রযুক্তির যুগে সবার সঙ্গে পারস্পরিক সম্পর্ক স্থাপন অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফরেন পলিসির ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতার বিষয়টি মাথায় রেখে এগুতে হবে। কেননা কোনো দেশ একা উন্নয়ন করতে পারে না। এজন্য পার্শ্ববর্তী দেশগুলোর সহযোগিতার বিকল্প নেই। ফরেন পলিসিতে সাফল্যের জন্য গণমাধ্যমের স্বাধীনতা এবং সুশাসন নিশ্চিত করা জরুরি।

রিজভী বলেন, বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে জব মার্কেট খুঁজতে হবে। সে অনুযায়ী ঠিক করতে হবে যে, সংশ্লিষ্ট দেশের সঙ্গে আমাদের সম্পর্ক কী হবে?

সেমিনারটির উদ্বোধন করেন এনডিসি’র কমাড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-এয়ার কমোডোর এম সাঈদ হোসেন, বিগ্রেডিয়ার জেনারেল আবু নাছের মো. ইলিয়াছ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রঞ্জিত কুমার সেন প্রমুখ।

এনডিসি’র সিনিয়র ডাইরেক্টিং স্টাফ এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসাইনের সঞ্চালনায় সেমিনারে পররাষ্ট্র নীতি বিষয়ক তিনটি গবেষণাপত্র উপস্থাপন করা হয়।

এনডিসি’র কোর্সের অংশগ্রহণকারী, বিআইআইএসএস ও বিইআই’র পক্ষ থেকে পৃথকভাবে ওই তিনিটি গবেষণাপত্র উপস্থাপিত হয়।

বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের নানা দিক, চ্যালেঞ্জ এবং সম্ভাবনার বিষয়ে গবেষণায় উপস্থাপিত বিষয়গুলো উপস্থিত সবার মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

এছাড়া, সেমিনারে ১২টি দেশের ২৫ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও ডিফেন্স কলেজের ৭৬ জন প্রশিক্ষণার্থীও সেমিনারে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫ (আপডেট: ১৮০২ ঘণ্টা)
ইইউডি/আরইউ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।