ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

তারাগঞ্জ-রংপুর সদরে বিএনপির আহ্বায়ক কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
তারাগঞ্জ-রংপুর সদরে বিএনপির আহ্বায়ক কমিটি

রংপুর: রংপুর সদর ও তারাগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) জেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।



এতে বলা হয়, আব্দুর রশিদ পাটোয়ারীকে এই আহ্বায়ক ও মতিয়ার রহমানকে সদস্য সচিব করে তারাগঞ্জ উপজেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, মাখদুম আলম, মেহেদী হাসান শিপু, আহসান হাবিব সাবু খান, তোফায়েল আহামেধ শিপু।

আর জাহাঙ্গীর আলম খান, মাহাফুজার রহমান রাজু, শাহ মনোয়ারুল ইসলাম সাবু, আতাউর রহমান, তোবারোক হোসেন, গোলাম কিবরিয়া, আজাদ খান, আব্দুল হক, আজিনুর আলম, কাজী আব্দুর রাজ্জাক, কবিরুল ইসলাম, মাহামুদুল হাসান মিঠু, মোজাম্মেল হক, সুলতান আহামেদ, ফিরুজুল ইসলাম ফিরোজ, সোহেল রানা, পাকনির হোসেন, মোশারফ হোসেন, মোকসেদুল হক, কাজী দুলাল, আমজাদ হোসেন, কাজী বেলাল, মশিয়ার রহমানকে সদস্য করা হয়েছে।

এদিকে ফারুক মিয়াকে (চেয়ারম্যান) আহ্বায়ককে রংপুর সদর উপজেলা বিএনপির ৪১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে মিজানুর রহমান রন্টু, আজাহারুল ইসলাম, জিয়াদুল ইসলাম, মোখলেসুর রহমান চৌধুরী, শামসুল আলম, সিরাজুল ইসলাম লাভলু, হারুনার রশিদকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- বদিউজ্জামান রঞ্জু, নওয়াব আলী, আনিছুর রহমান আনিছ, কাওছার আলম শাহ, সফি কামাল, হাফিজুর রহমান, জাহাঙ্গীর আলম, আবেদ আলী, জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান দুলু, আব্দুল আজিজ খোকা, জাহাঙ্গীর আলম সাহেব, আশরাফুল আলম টিপু, আশরাফুল আলম শান্ত, ইউনুছ আলী, সাজেদুল ইসলাম চৌধুরী সাদেক, এম এ মহসিন আলী, ফিরোজ মিয়া, মশিয়ার রহমান মিল্টন, মনিরুজ্জামান মিঠুল, মামুনুর রশিদ, রেজাউল করিম, মোত্তালেব মেম্বার, মোখলেছুর রহমান, আতিয়ার রহমান, ইমরুল মিয়া, বলু মিয়া, আব্দুল হালিম, রফিকুল ইসলাম চৌধুরী, রেজওয়ানুল হক বাটুল, জাহিদুল ইসলাম, মশিয়ার রহমান এবং ইউনুছ আলী।

বাংলাদেশ সময: ১৬৪৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।