ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

ফের চারদিনের রিমান্ডে শওকত মাহমুদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
ফের চারদিনের রিমান্ডে শওকত মাহমুদ

ঢাকা: সন্ত্রাসের চার মামলায় সাংবাদিক শওকত মাহমুদের আরও চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুনানি শেষে সোমবার (২৪ আগস্ট) চারটি মামলায় একদিন করে মোট চারদিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনানের আদালত।

মামলাগুলোর মধ্যে রয়েছে পল্টন থানার তিনটি ও মতিঝিল থানার একটি মামলা।

এদিকে ওই চারটি মামলারই আসামি ছাত্রদলের সভাপতি রাজীব আহসানেরও একদিন করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন একই আদালত।

রোববার (২৩ আগস্ট) ঢাকার সিএমএম আদালতে পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা আট মামলায় সাংবাদিক শওকত মাহমুদের ১০ দিন করে মোট ৮০ দিনের রিমান্ডের অাবেদন জানিয়েছিল পুলিশ। এর মধ্যে চার মামলার রিমান্ড শুনানি সোমবার অনুষ্ঠিত হয়। বাকি চার মামলার শুনানি হবে আগামী সপ্তাহে। আট মামলার মধ্যে রয়েছে পাঁচটি পল্টন থানার ও তিনটি মতিঝিল থানার মামলা।  

এ আট মামলাসহ এ পর্যন্ত ১২ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে শওকত মাহমুদকে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য, আদর্শ ঢাকা আন্দোলনের সদস্য সচিব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদকে গত ১৮ আগস্ট আটক করা হয়।

রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের সামনে থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। পরে তাকে চার্জশিট হয়ে যাওয়া যাত্রাবাড়ীতে গাড়ি পোড়ানোর তিনটি মামলা ও রমনা থানার হত্যা ও বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

১৯ আগস্ট আদালতে হাজির করে রমনা থানার মামলায় দশদিনের রিমান্ডের আবেদন জানায় ডিবি পুলিশ। আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করলে সেদিনই রিমান্ডে নেওয়া হয় শওকত মাহমুদকে। শনিবার (২২ আগস্ট) রিমান্ড শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
এমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।