ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

গোবিন্দগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
গোবিন্দগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে জখম

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আবদুর রাজ্জাক (৩০) নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দরবস্ত ইউনিয়নের কালিতলা বাজারে তার ওপর এ হামলা চালনো হয়।



আবদুর রাজ্জাক দরবস্ত ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের  আখিরা ফতেপুর গ্রামের কানা দুলা মিয়ার ছেলে।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক ও দরবস্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শরিফুল ইসলাম জর্জ বাংলানিউজকে জানান, পূর্ব শক্রতার জের  ধরে একই ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের বাসারত উল্লাহর ছেলে আজাদুল ইসলাম তার সশস্ত্র লোকজন নিয়ে আবদুর রাজ্জাকের ওপর এ হামলা চালিয়েছে। সন্ধ্যায় কালিতলা বাজারে একটি ওয়েল্ডিং মেশিনের দোকানে বসে থাকা রাজ্জাককে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা।

পরে আবদুর রাজ্জাককে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১২টা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি।

এদিকে, এ ঘটনার পরপরই আবদুর রাজ্জাকের লোকজন স্থানীয় কালিতলা বাজারস্থ আজাদুলের ব্যক্তিগত চেম্বারের  টেবিল-দেওয়াসহ যাবতীয় মালামাল বের করে আগুন ধরিয়ে দেয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০০১৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।