ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

শওকত মাহমুদের মুক্তির দাবিতে ফটো সাংবাদিকদের মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
শওকত মাহমুদের মুক্তির দাবিতে ফটো সাংবাদিকদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত ফটো সাংবাদিকরা।
 
মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ফটো সাংবাদিকবৃন্দ’ ব্যানারে এ মৌন মানববন্ধন অনুষ্ঠিত হয়।


 
দৈনিক দিনকালের ফটো সাংবাদিক বাবুল তালুকদারের নেতৃত্বে মানববন্ধনে অংশ নেন দৈনিক সকালের খবরের জ্যেষ্ঠ ফটো সাংবাদিক বুলবুল আহমেদ, বাংলানিউজের সিনিয়র ফটো সাংবাদিক দেলওয়ার হোসেন বাদল, দৈনিক আজকের পত্রিকার কাজী বোরহান উদ্দিন, ইংরেজি দৈনিক ডেইলি স্টারের ইমরান হোসেন, নয়া দিগন্তের মো. শরীফ, ঢাকা ট্রিবিউনের মো. হোসাইন অপু, ইনকিলাবের মাসুম, নিউএজ’র সৌরভ, মানবজমিনের নাসিরুদ্দিন, অনলাইন সংবাদ মাধ্যম শাহীন ভূঁইয়া, দৈনিক সংবাদের আরিফুল ইসলাম, নিউ ন্যাশনের রফিকুল ইসলাম, মইন আহমেদ, বাংলামেইলের দীপা ঘোষ প্রমুখ।
 
মানববন্ধন থেকে শওকত মাহমুদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে অবিলম্বে  তার নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
এমএইচপি/জেডএফ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।