ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

আবারো আটকে গেলো কিবরিয়া হত্যার চার্জ গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
আবারো আটকে গেলো কিবরিয়া হত্যার চার্জ গঠন

সিলেট: আবারো আটকে গেলো সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা চার্জ গঠন। এ নিয়ে অষ্টমবারের মতো বহুল আলোচিত এই মামলার চার্জ গঠনের তারিখ পরিবর্তন হলো।



মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত চার্জ গঠনের নতুন তারিখ নির্ধারণ করেননি আদালতের বিচারক মকবুল আহসান।
 
আদালত সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, মঙ্গলবার সকালে আলোচিত এ মামলার চার্জগঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু হাজতি ১৪ আসামির ৫ জনকে আদালতে হাজির করা হয়।

এছাড়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হুজি নেতা মুফতি আব্দুল হান্নানসহ অন্যদের ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় ঢাকাস্থ আদালতে হাজিরা থাকায় তাদের এই আদালতে হাজির করা হয়নি।  

সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, হবিগঞ্জ পৌরসভার বরখাস্তকৃত মেয়র গোলাম কিবরিয়া গাউস, দেলোয়ার হোসেন রিপন, বদরুল আলম মিয়া, মিজানুর রহমান মিজান ওরফে মিটু ও নাঈম আরিফকে অত্র আদালতে হাজির করা হয়।

বাকিরা অন্য মামলায় হাজিরা দেওয়ার কারণে এবং সিলেট সিটি করপোরেশনের (সিকি) বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীকে অসুস্থতাজনিত কারণে হাজির করা হয়নি। এছাড়া ঢাকার আদালতে ২১ আগস্ট গ্রেনেড হামলার পরবর্তী তারিখ নির্ধারণের বিষয়ে জেনে এ মামলার পরবর্তী তারিখ ধার্য হবে।
 
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। গ্রেনেড হামলার এ ঘটনায় জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সংসদ সদস্য আব্দুর মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা দায়ের করেন।
 
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ‍আগস্ট ২৫, ২০১৫
এনইউ/এএএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।