ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

দেশের অর্থনীতির চাকা ঘোরান শ্রমিকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
দেশের অর্থনীতির চাকা ঘোরান শ্রমিকরা নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান

ঢাকা: বাংলাদেশের অর্থনীতির চাকা কেবল শ্রমিকরা ঘোরান বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ঢাকা সাংবাদিক ইউনিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় ঘাট শ্রমিক লীগ।

সভায় শাহজাহান খান বলেন, সাংবাদিকসহ অনেকেই আমাকে বলেন, আমি নৌমন্ত্রী হয়ে কেন শ্রমিকদের কথা বলি। কিন্তু তারা হয়তো জানেন না, আমরা মন্ত্রীরা হলাম একটি ফুটবল টিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের টিম লিডার। আমরা একসঙ্গে সবাই মিলে খেলে গোল দিয়েছি। আগামীতেও গোল দেব।

মন্ত্রী বলেন, বাজারে জিনিসপত্রের দাম বাড়লে বিএনপি’র নেতাকর্মীরা সরকারকে দোষারোপ করেন। কিন্তু তাদের হয়তো মনে নেই, বিএনপি’র সময় তাদেরই দৈনিক আমার দেশ পত্রিকা বড় বড় করে হেডলাইন লিখেছিল, বাজারে আগুন।

মন্ত্রী আরও বলেন, বিএনপি’র সময় মানুষের মাথাপিছু আয় ছিল ৫শ টাকা। এখন তা ১২শতে দাঁড়িয়েছে।

এসময় তিনি বিরোধী দলের সমালোচনা করে বলেন, আপনারা তো ১৬ বছর ক্ষমতায় ছিলেন। শুধু মানুষ খুন ছাড়া কী করেছেন? আপনারা প্রথম থেকেই খুনের রাজনীতি করে ক্ষমতায় ছিলেন। এখনও সেই খুনের ধারাবাহিকতা বজায় রেখেছেন।

আয়োজক সংগঠনের সভাপতি শেখ মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়া, ঢাকা মহানগর আওয়ামী লীগের সদস্য হেদায়েতুল ইসলাম স্বপন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
জেডএফ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।