ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

ফুলবাড়ী চুক্তি বাস্তবায়নের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
ফুলবাড়ী চুক্তি বাস্তবায়নের আহ্বান

ঢাকা: বাংলাদেশের বিপ¬বী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ‘ফুলবাড়ী চুক্তি’ বাস্তবায়নের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।



সাইফুল বলেন, শহীদের রক্তে রঞ্জিত ফুলবাড়ী চুক্তি বাস্তবায়নে বিএনপি-আওয়ামী লীগ কেউ কথা রাখেনি। সরকারে থাকাকালীন বিএনপি যেমন এ চুক্তি বাস্তবায়ন করেনি, তেমনি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারও জনগণকে দেওয়া অঙ্গীকার এ পর্যন্ত বাস্তবায়ন করেনি।
 
ক্ষোভ প্রকাশ সাইফুল হক বলেন, বেনিয়া কোম্পানি এশিয়া এনার্জি এখনও ফুলবাড়ীর কয়লা নিয়ে তাদের অপতৎপরতা অব্যাহত রেখেছে। ফুলবাড়ীর কয়লাখনি দেখিয়ে লন্ডনের শেয়ারমার্কেটে তাদের ব্যবসা অব্যাহত রেখেছে।

বিবৃতিতে তিনি ফুলবাড়ী চুক্তির যথাযথ বাস্তবায়ন, নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং জাতীয় সম্পদ রক্ষা ও তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে সরকারসহ সংশি¬ষ্ট সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।

২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ী অভ্যুত্থানের তিন শহীদের স্মরণে বুধবার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হবে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
এসইউজে/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।