ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

রাজনৈতিক উদ্দেশ্যেই ক্রসফায়ার করছে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
রাজনৈতিক উদ্দেশ্যেই ক্রসফায়ার করছে সরকার ব্রি. জে. (অব.) আ.স.ম হান্নান শাহ

ঢাকা: রাজনৈতিক উদ্দেশ্যেই সরকার ক্রসফায়ার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্রি. জে. (অব.) আ.স.ম হান্নান শাহ।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনাতায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।



সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, খালেদা জিয়াসহ দলের শত জনকেও যদি জেল দেওয়া হয়, তবুও ২০১৯ সালের আগেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে।
 
আয়োজক সংগঠনের সভাপতি মো. হানিফ ব্যপারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন যুগ্ম-মহাসচিব মো. শাজাহান, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবার খন্দকার, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিংকন প্রমুখ।    

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
এমএইচপি/জেডএফ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।