ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা সাম্প্রদায়িক রাজনীতি অব্যাহত রেখেছেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
খালেদা সাম্প্রদায়িক রাজনীতি অব্যাহত রেখেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

ঢাকা: খালেদা জিয়া জিয়াউর রহমানের রেখে যাওয়া সাম্প্রদায়িক রাজনীতি অব্যাহত রেখেছেন বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ছাত্রলীগ ঢাকা মহানগর (উত্তর) আয়োজিত শোক সভায় তিনি এ মন্তব্য করেন।



আমু বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি ঘোষণার পর ১৫ আগস্ট তাকে সপরিবারে হত্যা করা হয়। কিন্তু কেন এ হত্যাকাণ্ড?

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আমু বলেন, কেন আজ আপনার (খালেদা) এ হত্যাকাণ্ডের রাজনীতি। তার জবাব হচ্ছে, ১৫ আগস্টে আপনার কেক কাটা, সাম্প্রদায়িক শক্তি নিয়ে ২০ দলীয় ঐক্যজোট করা, নিজামী-মুজাহিদদের নিয়ে সরকার গঠন করা।

ছাত্রলীগের উদ্দেশে আমু বলেন, আজকে তোমাদের দায়িত্ব হবে বঙ্গবন্ধু যেভাবে সাড়ে সাত কোটি মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন সেভাবে ১৬ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে বঙ্গবন্ধুর আর্দশ ও শেখ হাসিনার কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়া।

সভায় সভাপতিত্ব করেন, ছাত্রলীগ ঢাকা মহানগর (উত্তর) সভাপতি সৈয়দ মিজানুর রহমান।

সভায় আরও বক্তব্য রাখেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আ.লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
আরইউ/কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।