ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

চরভদ্রাসন আ.লীগের সাংগঠনিক সম্পাদককে বহিস্কারের সুপারিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
চরভদ্রাসন আ.লীগের সাংগঠনিক সম্পাদককে বহিস্কারের সুপারিশ

ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফকির মোশারফ হোসেনকে (৪০) বহিস্কারের সুপারিশ করা হয়েছে।

গত ১৫ আগস্ট উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে ওই আসনের সাবেক সংসদ সদস্য কাজী জাফরউল্লাহকে অবগত করার পর মঙ্গলবার (২৫ আগস্ট) বিজ্ঞপ্তি আকারে এ সংবাদ সাংবাদিকদের জানানো হয়।
  
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কাউছার স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন দুর্নীতি ও অপকর্মের দায়ে তাকে দল থেকে বহিস্কারের সুপারিশ করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের মধ্যে রযেছে বিভিন্ন খাসজমি ইজারা নেওয়া, উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চাল, গম, টাকা আত্মসাৎ, মাদক ব্যবসা ও সেবনের অভিযোগসহ জাতীয় শোক দিবস পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা।

মোঃ কাউছার জানান, বহিস্কারের এ সুপারিশ জেলা কমিটি ও কেন্দ্রীয় কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হবে।

বহিস্কারের সুপারিশ সম্পর্কে ফকির মোশারফ হোসেন বলেন, সাধারণ সম্পাদকের সঙ্গে ব্যক্তিগত রেশারেশির কারণে আমাকে বহিস্কারের সুপারিশ করা হয়েছে। উপজেলা কমিটি আমাকে বহিস্কারের ক্ষমতা রাখে না।   আমি দুই/একদিনের মধ্যে সংবাদ সম্মেলন করে আমার অবস্থান তুলে ধরবো।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।