ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধু হত্যায় জাসদকে জড়িয়ে বিবৃতি ভিত্তিহীন : ইনু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
বঙ্গবন্ধু হত্যায় জাসদকে জড়িয়ে বিবৃতি ভিত্তিহীন : ইনু তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে জাসদকে জড়িয়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের দেওয়া বিবৃতি ভিত্তিহীন বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।



তথ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির ঐক্যে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশে হঠাৎ করে এমন বক্তব্য দেওয়া হচ্ছে। জাতীয় চার নেতা ছাড়া আওয়ামী লীগের অনেক নেতাই বঙ্গবন্ধু হত্যার পর গঠিত খন্দকার মোশতাক সরকারের সঙ্গে যোগ দিয়েছিলেন। কিন্তু জাসদের কোনো নেতাকর্মী সেই সরকারে যোগ দেননি।

সম্প্রতি আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বিবৃতি ও বিএনপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে হাসানুল হক ইনু বলেন, বিএনপি-জামায়াতের অপকর্ম আড়াল করতেই এমন বক্তব্য দেওয়া হচ্ছে। বায়াত্তর থেকে পঁচাত্তরের ১৫ আগস্ট পর্যন্ত জাসদ রাজনৈতিক দল হিসেবে কী কর্মকাণ্ড করেছে, কী ভ‍ূমিকা রেখেছে, জাসদ নেতাদের কী ভূমিকা ছিল তা পত্র-পত্রিকা ও রেডিও-টেলিভিশনে প্রকাশিত ও প্রচারিত হয়েছে।

তিনি বলেন, জাসদ সৃষ্টির পর থেকে রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন সময় নেওয়া পদক্ষেপ ভুল ছিল না সঠিক ছিল, সেটি ইতিহাসই বিচার করবে।
 
সাম্প্রতিক কালে আওয়ামী লীগের কিছু নেতা ও বিএনপির নেতারা হঠ‍াৎ করেই জাসদের বিরুদ্ধে সমালোচনা শুরু করেছেন উল্লেখ করে ইনু বলেন, বিএনপির নেতারা জাসদের বিরুদ্ধে বিষোদগার করছেন, আমি তাদের সঙ্গে বাকযুদ্ধে লিপ্ত হতে চাচ্ছি না।

জাসদের সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল এবং এর আগের ও পরের ঘটনা পত্র-পত্রিকায় ছাপা হয়েছে। ওই সময়ের জাসদের কী ভূমিকা ছিল, আমার কী ভূমিকা ছিল, কর্নেল তাহেরের কী ভূমিকা ছিল তা প্রকাশিত ও প্রচারিত হয়েছে। পত্রিকা ঘাটাঘাটি করলে পরিষ্কার জানতে পারবেন।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও ষড়যন্ত্রে জাসদকে জড়ানোর কোনো ভিত্তি নেই উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার প্রেসিডেন্ট জিয়া আইন করে বন্ধ করে রেখেছিলেন।

তথ্যমন্ত্রী জানান, বঙ্গবন্ধু হত্যার ২৪ ঘণ্টার মধ্যে মোশতাক সরকারের বিরুদ্ধে জাসদ একটি প্রচারপত্র দেয়। মোশতাক সরকারের ৮৩ দিনের শাসনকালে জাসদের অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এমনকি ৭০ জনের বেশি নেতাকর্মীকে মেরে ফেলা হয়েছে। জাসদের কোনো নেতা মোশতাকের সঙ্গে হাত মেলায়নি। কারা খন্দকার মোশতাকের মন্ত্রিসভায় যোগ দিয়েছিলেন, তা আপনার জানেন।

জাতীয় চার নেতা ছাড়া আওয়মী লীগের অনেক নেতাই খন্দকার মোশতাক সরকারের যোগ দিয়েছিলেন। কিন্তু জাসদের কোনো নেতাকর্মী সেই সরকারের যোগ দেননি বলেও জোর দাবি করেন ইনু।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫ (আপডেট: ১৪৩৫ ঘণ্টা)
এসএমএ/আরএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।