ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিট দাখিলের প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতা-কর্মীরা।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিওকলোনি বাসস্ট্যান্ডে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।



ঢাকা জেলা যুবদলের ব্যানারে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে সাভার পৌর যুবদলের কর্মীরা।

মিছিল শেষে আয়োজিত সমাবেশে যুবদলের নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন, তারেক রহমানকে চক্রান্ত করে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। সরকারের নির্দেশে সেই মামলায় তাকে দোষী সাজিয়ে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

এসময় তারেক রহমানের নামে সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা।

গাজীপুরের জয়দেবপুর থানার নাশকতা মামলায় মঙ্গলবার (২৫ আগস্ট) জেলা আদালতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার ব্যক্তিগত সহকারী লুৎফর রহমান বাদলসহ ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।