ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

কবি নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খালেদার বাণী

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
কবি নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খালেদার বাণী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে বাণী দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার (২৬) আগস্ট বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত খালেদার বাণীতে বলা হয়, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জাতির সামনে চলার পথে অন্তহীন প্রেরণার উৎস।

আমরা সবাই জানি, মহান স্বাধীনতা যুদ্ধের সময় তার কবিতা ও গান মুক্তিযুদ্ধের দিনগুলোতে এদেশের মুক্তিকামী মানুষকে সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছে। আজও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে তার কবিতা ও গান আমাদের শক্তি, সাহস জোগায়।

তিনি বলেন, কাজী নজরুল ইসলাম মানবতা ও সাম্যের চেতনায় তার খুরধার লেখনীর মাধ্যমে সব ধরনের অন্যায়, অত্যাচার, অবিচার আর জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন।

তার অনন্য সৃষ্টিতে বাংলা সাহিত্য সমৃদ্ধ হয়েছে। সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে কাজী নজরুল ইসলাম তার প্রতিভার স্বাক্ষর রাখেননি।

নজরুল জালিমের বিরুদ্ধে মজলুমকে বিদ্রোহ করতে উদ্বুদ্ধ করেছেন উল্লেক করে বাণীতে বলা হয়, তার রচিত কবিতা, গান, গল্প, উপন্যাস, প্রবন্ধ আমাদের সাহিত্য-সংস্কৃতির ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। শোষণের বিরুদ্ধে আপসহীন  সংগ্রাম তাকে বিদ্রোহী কবিরও খ্যাতি দিয়েছে।

বাণীতে বিএনপি চেয়ারপারসন আরও বলেন, কবি নজরুল ইসলামের মানবতাবাদী চেতনা আজও আমাদের প্রেরণা যোগায় এবং তার সমগ্র সাহিত্যকর্ম আমাদের চিরকাল স্বদেশপ্রেমে উজ্জীবিত করবে বলে আমি বিশ্বাস করি। তার সাহিত্যকর্ম জাতিকে স্বদেশপ্রেমে অনুপ্রাণিত করবে চিরকাল।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
এএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।