ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্র ফেডারেশনের ফুলবাড়ী দিবস পালন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
ছাত্র ফেডারেশনের ফুলবাড়ী দিবস পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে দিনাজপুরের ফুলবাড়ীর শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

বুধবার (২৬ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে নির্মিত অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, প্রতিবাদী গান, র‌্যালি ও ছাত্র সমাবেশের আয়োজন করে সংগঠনটি।



অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটি প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহকে সঙ্গে নিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে।

এরপর সংগঠনটির ঢাকা মহানগর শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা; গণসংহতি আন্দোলন, প্রতিবেশ আন্দোলন, নারী সংহতি, বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার্স সমিতি, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস), চানচিয়া, সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী), বিপ্লবী ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র ঐক্য ফোরামের নেতৃবৃন্দ শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণের পর ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সৈকত মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, বিশিষ্ট বুদ্ধিজীবী নুর মোহাম্মদ, প্রকৌশলী ম. ইনামুল হক, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা ও প্রতিবেশ আন্দোলনের আহ্বায়ক আবুল হাসান রুবেল, ছাত্র ফেডারেশন ঢাকা নগরের সাধারণ সম্পাদক কাকন বিশ্বাস, বাগাছাস ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক অলিক মৃ, চানচিয়ার সমন্বয়ক আন্থনী রেমা, ছাত্র ফেডারেশন ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক হাবিবা বেনজীর।

সমাবেশে প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও দেশের প্রকৃত উন্নয়ন করতে হলে জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনকে বাঁচিয়ে রাখতে হবে। আর তরুণরাই সেই শক্তি।

সভাপতির বক্তব্যে সৈকত মল্লিক বলেন, সুন্দরবন ধ্বংস করে রামপাল বিদ্যুৎ প্রকল্প, রূপপুরে পারমাণবিক প্রকল্প, গ্যাস-কয়লার ওপর বিদেশি কর্তৃত্বসহ সারাদেশে জাতীয় সম্পদের ওপর যে সাম্রাজ্যবাদী আগ্রাসন চলছে তার বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকার মাধ্যমেই ফুলবাড়ীর শহীদদের ঋণ শোধ করতে হবে।

সমাবেশ শেষে সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ প্রতিবাদী গান পরিবেশন করে। সাংস্কৃতিক পরিবেশনার পর একটি র‌্যালি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২১০৫
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।