ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

খন্দকার মোশাররফের জামিন স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
খন্দকার মোশাররফের জামিন স্থগিত খন্দকার মোশাররফ হোসেন

ঢাকা: অর্থপাচার মামলায় (মানি লন্ডারিং) শর্ত সাপেক্ষে হাইকোর্ট থেকে পাওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের জামিন দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
 
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।



দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান হাইকোর্টের দেওয়া শর্তের ব্যাপারে আপত্তি জানালে আদালত দুই সপ্তাহের মধ্যে নিয়মিত আপিল করার অনুমতি দিয়ে এ আদেশ দেন।
 
গত ২০ আগস্ট অর্থপাচারের (মানি লন্ডারিং) মামলায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে দুদক। চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

আদালতে পাসপোর্ট জমা দেওয়া, বিদেশ যেতে হলে আদালতের অনুমতি নেওয়া এবং লন্ডনের ওই ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করা যাবে না এসব শর্তে গত বুধবার ড. খন্দকার মোশাররফ হোসেনকে জামিন দেন বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট  বেঞ্চ।
 
যুক্তরাজ্যে মোট ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা পাচারের অভিযোগে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদী হয়ে রাজধানীর রমনা মডেল থানায় এ মামলা দায়ের করেন।
 
মামলার এজাহারে উল্লেখ, ড. খন্দকার মোশাররফ হোসেন ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে যুক্তরাজ্যের লয়েডস টিএসবি অফশোর প্রাইভেট ব্যাংকে (Lloyds TSB Offshore Private Bank) নিজের ও স্ত্রী বিলকিস আক্তারের যৌথ নামে ৮ লাখ ৪ হাজার ১৪২ ব্রিটিশ পাউন্ড পাচার করেন। যা বাংলাদেশি টাকায় ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা। এ টাকা তিনি বিভিন্ন সময় ১০৮৪৯২ নম্বরে ফিক্সড টার্ম ডিপোজিট হিসেবে জমা করেন।
 
দুদকের অনুসন্ধানে মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘিত হওয়ায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০০২ এর ১৩ ধারা এবং ২০০৯ ও ২০১২ এর ৪ ধারায় মানি লন্ডারিংয়ের মামলা দায়ের করা হয় এ বিএনপি নেতার বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫/ আপডেট: ১১০০ ঘণ্টা
ইএস/এজেডকে/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।