ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

যশোরে ছাত্রলীগ নেতা হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
যশোরে ছাত্রলীগ নেতা হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার ছবি: প্রতীকী

যশোর: যশোর সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিপন হোসেন দাদা ওরফে দাদা রিপন হত্যা মামলায় শাহারুল ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শাহারুল ইসলাম সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের শুকুর মণ্ডলের ছেলে শাহারুল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার গ্রুপের নেতা হিসেবে পরিচিত।

বুধবার (২৬ আগস্ট) দিনগত রাত ১টার দিকে যশোর বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ বাংলানিউজকে জানায়, রাতে বাড়ি ফিরছিলেন আওয়ামী লীগ নেতা শাহারুল। পথে যশোর বিমানবন্দরের কাছাকাছি এলে কোতোয়ালি মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, শাহারুল ছাত্রলীগ নেতা দাদা রিপন হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।   

এদিকে, শাহারুলকে গ্রেফতার করায় শাহীন চাকলাদার গ্রুপে উত্তেজনা বিরাজ করছে।
 
উল্লেখ্য, ২০১০ সালের ১৩ মার্চ জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। দাদা রিপন ওই সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। কমিটি গঠন নিয়ে বিবাদে সেদিন যশোর শহরে ব্যাপক গুলি ও বোমাবাজি হয়। পরদিন ১৪ মার্চ বাড়ি থেকে মোটরসাইকেলে করে শহরের দিকে আসার পথে নিজ দলের সন্ত্রাসীদের হাতে খুন হন রিপন। রিপন হত্যার ঘটনায় তার বাবা শহিদুল ইসলাম থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে শাহারুল ইসলামসহ সাতজনকে অভিযুক্ত করা হয়। তবে এতোদিন শাহারুল ইসলাম প্রকাশ্যেই দলীয় বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে আসছিলেন।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।