ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

কাজী জাফরের মৃত্যুতে ছাত্রদলের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
কাজী জাফরের মৃত্যুতে ছাত্রদলের শোক

ঢাকা: জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।



নেতৃদ্বয় বলেন, দেশের খুব সংকটকালীন সময়ে তিনি চলে গেলেন। এসময় তার মত নেতার জাতির খুব প্রয়োজন ছিল। দেশের গণতন্ত্র যখন গুটিকয়েক মানুষের কাছে জিম্মি হয়ে পড়েছে তখন রাজনীতির এই লড়াকু সৈনিক তার জীবনের শেষ দিন পর্যন্ত তা পুনরুদ্ধারের চেষ্টা করে গেছেন। আল্লাহ যেন এই নেতাকে বেহেশত দান করেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৭টায় গুলশানের নিজ বাসভবনে (রোড-৬৮, বাসা-২) হৃদরোগে আক্রান্ত হন কাজী জাফর।

এরপর দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোয়া ৭টায় তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
বিএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।