ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরায় সাঈদী মুক্তি মঞ্চের সঞ্চালক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
সাতক্ষীরায় সাঈদী মুক্তি মঞ্চের সঞ্চালক গ্রেফতার ছবি: প্রতীকী

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে গড়ে ওঠা সাঈদী মুক্তি মঞ্চের সঞ্চালক আতিয়ার রহমান গাজীকে (৫০) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার প্রতাপনগর থেকে তাকে আটক করা হয়।



আটক আতিয়ার রহমান গাজী ওই গ্রামের কোমর উদ্দিনের ছেলে ও প্রতাপনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।

আশাশুনি থানার উপ-পরিদর্শক (এসআই) আওয়াল বাংলানিউজকে জানান,  দুপুরে স্থানীয়রা নাশকতা মামলার আসামি আতিয়ারকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এর আগে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর আশাশুনি উপজেলার প্রতাপনগরে গড়ে ওঠে সাঈদী মুক্তি মঞ্চ।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।