ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

জিয়া ট্রাস্ট মামলায় আইনজীবীদের এজলাস ত্যাগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
জিয়া ট্রাস্ট মামলায় আইনজীবীদের এজলাস ত্যাগ খালেদা জিয়া

ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণকালে, আইন অনুযায়ী বিচার চলছে না অভিযোগে আসামি পক্ষের আইনজীবীরা এজলাস কক্ষ ত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টা ৫৫ মিনিটে আইনজীবীরা বকশিবাজারে অবস্থিত তৃতীয় বিশেষ আদালতের এজলাস কক্ষ ত্যাগ করেন।



জব্দ তালিকার সাক্ষী সোনালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা ইনসান সাক্ষ্য দিচ্ছিলেন। এক পর্যায়ে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ আইনজীবীরা বেরিয়ে যান।

এ বিষয়ে মাহবুব উদ্দিন খোকন বলেন, আদালত কক্ষেই দুদকের আইনজীবীরা সাক্ষীকে শিখিয়ে দিচ্ছিলেন, যা আইনবিরুদ্ধ। এ বিষয়ে বিচারকের দৃষ্টি আকর্ষণ করা হলেও তিনি আমলে নিচ্ছেন না। এর প্রেক্ষিতে আমরা এজলাস ছেড়ে বেরিয়ে যাই।

তবে অভিযোগের প্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, তারা সাক্ষীকে সাক্ষ্য দিতে সহায়তা করেছেন, কিছুই শিখিয়ে দেননি।

এর আগে, এদিন সকাল সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়াই সাক্ষ্যগ্রহণ শুরু হয়। খালেদা অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ‍আগস্ট ২৭, ২০১৫
এমআই/এসএস

** খালেদাকে ছাড়াই জিয়া ট্রাস্ট মামলার সাক্ষ্যগ্রহণ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।