ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

কাজী জাফরের মৃত্যুতে ন্যাপের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
কাজী জাফরের মৃত্যুতে ন্যাপের শোক

ঢাকা: জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এ শোক প্রকাশ করেন দলটির চেয়ারম্যান জেবেল রহমান গনি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া।



শোকবার্তায় বলা হয়, এককালের তুখোড় ছাত্র ও শ্রমিক নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী জাফর আহমেদ ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। মজলুম জননেতা মওলানা ভাসানীর ঘনিষ্ট এই সহচর আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক রাজনীতিতে যে অবদান রেখেছেন, জাতি শ্রদ্ধার সঙ্গে তা স্মরণ করবে।
 
শোকবার্তায় আরো বলা হয়, ন্যাপ’র সাবেক সাধারণ সম্পাদক কাজী জাফর আহমেদ গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিলেন। জাতির এ সংকট কালে তাঁর মতো মেধাবী নেতৃত্বের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো।

এ বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

বৃহস্পতিবার সকাল ৭টায় গুলশানের নিজ বাসভবনে (রোড- ৬৮, বাসা- ২) হৃদরোগে আক্রান্ত হন কাজী জাফর আহমেদ।

এরপর দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।