ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় শওকত মাহমুদের মুক্তির দাবিতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
বগুড়ায় শওকত মাহমুদের মুক্তির দাবিতে বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: সাংবাদিক নেতা শওকত মাহমুদের নিঃশর্ত মুক্তির দাবিতে বগুড়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাংবাদিক ইউনিয়ন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে বগুড়া প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।



শওকত মাহমুদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, অবিলম্বে সাংবাদিক নেতা শওকত মাহমুদকে মুক্তি দেওয়া না হলে শুধু বগুড়া নয়, দেশজুড়ে সাংবাদিকরা রাজপথে লাগাতার কর্মসূচি পালন করে যাবে।

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মমিনুর রশিদ সাইনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজের সহকারী মহাসচিব মির্জা সেলিম রেজা, সাবেক নির্বাহী সদস্য মহসীন আলী রাজু, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাবেক সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ, বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজ মন্ডল, কোষাধ্যক্ষ আব্দুল ওয়াদুদ, প্রচার সম্পাদক আব্দুর রহিম, নির্বাহী সদস্য এসএম আবু সাঈদ, সুমন সরদার, আব্দুস সাত্তার, সফিকুল ইসলাম সফিক, সাইফুল ইসলাম, জাফর আহম্মেদ মিলন, এমদাদুল হক, প্রতীক ওমর, মতিউর রহমান, ফেরদৌসুর রহমান, মেহেদী হাসান, সাহেদ শেখ, বগুড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, সাবেক সাধারণ সম্পাদক এফ শাহজাহান, বর্তমান সহ-সভাপতি আব্দুর রহিম বগরা ও আতাউর রহমান মিলন, সাংবাদিক নেতা আবুল কালাম আজাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
এমবিএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।