ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

ওরা ‘জয় বাংলা’ বাদ দিয়ে ‘জিন্দাবাদ’ চালু করেছিলো

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
ওরা ‘জয় বাংলা’ বাদ দিয়ে ‘জিন্দাবাদ’ চালু করেছিলো নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান

ঢাকা: বিএনপির উদ্দেশে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ওরা ক্ষমতায় এসে ‘জয় বাংলা’ বাদ দিয়ে পাকিস্তানের মতো ‘বাংলাদেশ জিন্দাবাদ’ চালু করেছিলো। বাংলাদেশের ইতিহাস থেকে মুজিবকে মুছে ফেলতে চেয়েছিলো।

কিন্তু তা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে রাজধানীর দিলকুশায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) কার্যালয়ে জাতীয় শোক দিবস ও মিলাদ মাহফিলের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিআইডাব্লিউটিসি’র ওয়ার্কার্স ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি এ অনুষ্ঠানটির আয়োজন করে।

১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকারীদের প্রসঙ্গে শাজাহান খান বলেন, ওরা শুধু মুজিবকে নয়, একটি আদর্শকে, একটি জাতির পতাকাকে হত্যা করেছিলো।

বিআইড‍াব্লিউটিসি’র ওয়ার্কার্স ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মহসিন ভূঁইয়ার সভাপতিত্বে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু এমপিসহ অন্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
এসএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।