ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

বেরোবি’র ছাত্রলীগ নেতা শাওন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
বেরোবি’র ছাত্রলীগ নেতা শাওন গ্রেফতার

রংপুর: ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রলীগ নেতা শাওন আহামেদ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বেরোবি ক্যাম্পাস থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

শাওন বেরোবি ছাত্রলীগ কমিটির সমাজসেবা সম্পাদক।

পুলিশ ও বেরোবি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় গত ২৫ আগস্ট রাতে ওই ছাত্রী শাওনকে এক নম্বর আসামি করে ছয়জনের বিরুদ্ধে রংপুর কোতোয়ালি থানায় মামলা করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

ওই মামলায় অভিযুক্তরা হলেন-বেরোবির ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান শিশির, সাধারণ সম্পাদক মোস্তফা মাহামুদ হাসান, সমাজসেবা সম্পাদক শাওন আহামেদ, ছাত্রলীগ নেতা আদনান আলী, শিক্ষার্থী শামীম আহামেদ ও আরিফুল ইসলাম।

সংগঠন থেকে বহিষ্কৃত গ্রুপটি ওই ছাত্রীকে দিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করিয়েছে বলেও দাবি করেন বেরোবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা মাহামুদ হাসান।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
টিআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।