ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

তারেকের বিরুদ্ধে চার্জশিটের প্রতিবাদে ময়মনসিংহে ছাত্রদলের বিক্ষোভ

স্টাফ করেস্পন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
তারেকের বিরুদ্ধে চার্জশিটের প্রতিবাদে ময়মনসিংহে ছাত্রদলের বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একটি মামলায় চার্জশিটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে শহরের সানকিপাড়া রেলক্রসিং এলাকা থেকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজা উদ্দৌলা সুজা গ্রুপের নেতাকর্মীরা বিক্ষোভ-মিছিল বের করে।



জেলা ছাত্রদল নেতা আরিফুল ইসলাম নাহিদের নেতৃত্বে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে মিছিলটি জিলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা গৌরীপুর উপজেলা ছাত্রদল সভাপতি হুমায়ুন কবির, জেলা ছাত্রদল নেতা শতদল দাস, জহিরুল, নবীন, রাসেল ও তারেক প্রমুখ।

পরে এক বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মিথ্যা মামলাসহ কোনো ষড়যন্ত্রই তারেক রহমানের নেতৃত্বকে সংকুচিত করতে পারবে না।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।