ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
লক্ষ্মীপুরে যুবদল নেতাকে গলা কেটে হত্যা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মো. সবুজ (২৮) নামের এক যুবদল নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ সিলাধী গ্রামে এ ঘটনা ঘটে।



নিহত সবুজ কুশাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ও সিলাধী গ্রামের আবু তাহেরের ছেলে।

কুশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নিহতের চাচাতো ভাই নুরুল আমিন জানান, সবুজদের সঙ্গে এলাকার একটি পরিবারের বিরোধ চলছিলো। এর জের ধরে পরিকল্পিতভাবে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।  

দাসেরহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।