ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

‘বিদ্যুতের দাম বাড়ানো ন্যায়বিচার পরিপন্থী’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
‘বিদ্যুতের দাম বাড়ানো ন্যায়বিচার পরিপন্থী’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিদ্যুতের দাম বাড়ানো ন্যায়বিচার পরিপন্থী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।



নারী নেত্রী আইভি রহমান স্মরণে আলোচনা সভাটির আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আন্তর্জাতিক বাজারে যখন জ্বালানি তেলের দাম বাড়ে তখন বিদ্যুৎ উৎপাদনে খরচ বেড়ে যায় বলে আপনারা বিদ্যুতের দাম বাড়ান। কিন্তু বর্তমানে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এমন অবস্থায় আপনারা বিদ্যুতের দাম বাড়াতে পারেন না। এক দেশে দুই আইন চলতে পারেনা। এটা ন্যায়বিচার পরিপন্থী।

সংশ্লিষ্ট সবাইকে বলবো এই দাম পুনর্বিন্যাস করার বিবেচনা করা যেতে পারে।

জাসদ-আওয়ামী লীগের সাম্প্রতিক সময়ের বিতর্ক নিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এটা অনভিপ্রেত, অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় ও অরাজনৈতিক। জাসদের ইতিহাস-ঐতিহ্য কী, সেটা আপনারাও জানেন, আমরাও জানি। জেনেই আমরা জোট বেধেছি। এখন অতীত টেনে লাভ কী?  

এই বিতর্ক আগস্টের আবেগ ছাড়া কিছুই নয়, বলে মন্তব্য করেন এই নেতা।

‘শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে’ এমন অভিযোগ উড়িয়ে দিয়ে সুরঞ্জিত বলেন, ৮০ দশকের রাজনীতি বিংশ শতাব্দিতে অচল। আমাদের পক্ষ থেকে সিমপ্যাথি নিয়ে কেউ কেউ ভীতি ছড়ানোর চেষ্টা করছে। এটার দরকার নাই। দেশে এখন রাজনৈতিক স্থিতিশীলতা আছে।

সভাপতির বক্তব্যে স্বতন্ত্র সংসদ সদস্য মো. সেলিম বলেন, ‘শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে’ আওয়ামী লীগের বড় বড় নেতাদের এমন বক্তব্যে জনমনে ভীতি ছড়াচ্ছে, জাতি বিভ্রান্ত হবে। এ সময় বিদ্যুতের মূল্যবৃদ্ধিকেও অযৌক্তিক বলে মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় আরও অংশ নেন আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার জাকির আহমাদ, আবদুল হাই কানু, হুমায়ুন কবির মিজি, সাম্যবাদী দলের নেতা হারুণ চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫/ আপডেট: ১৪১২ ঘণ্টা
এসইউজে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।