ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

জামায়াতকে ক্ষমা চাইতে বললেন জাফরুল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
জামায়াতকে ক্ষমা চাইতে বললেন জাফরুল্লাহ ছবি: সোহাগ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মুক্তিযুদ্ধের সময় ভুল করায় জামায়াতকে জাতির কাছে ক্ষমা চাইতে বলেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার (২৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে দিগন্ত টিভির সম্প্রচারে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আয়োজিত প্রতিবাদী সংহতি সম্মিলনে তিনি এ কথা বলেন।



দিগন্ত টিভির ৭ম বর্ষপূর্তিতে এ সংহতি সম্মিলনের আয়োজন করে দিগন্ত টিভি কতৃপক্ষ।

এতে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, লেখক ফরহাদ মজহার, তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবদুর রউফ, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন প্রমুখ।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াত বড় ভুল করেছিল। আর সে ভুলের মাশুল দিচ্ছে তাদের বর্তমান প্রজন্ম। তাই তাদের আগের প্রজন্মদের ভুলের জন্য বর্তমান প্রজন্মকে অবশ্যই ক্ষমা চাইতে হবে।

খন্দকার মাহবুব হোসেন বলেন, ভোটারবিহীন বর্তমান সরকার অস্ত্রের জোরে ক্ষমতায় টিকে আছে, তাই তাদের কাছে গণমাধ্যমের স্বাধীনতা আশা করা বোকামি। এ সরকারের পতন ঘটাতে হবে।

সাংবাদিক নেতা ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদের মত আরও অনেক নেতাকে শিগগিরই জেল হাজতে নেওয়া হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন খন্দকার মোশাররফ।

ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, যে দেশে সাংবাদিকরা দুই দলে বিভক্ত সে দেশে তারা গণমাধ্যমের স্বাধীনতা চাইতে পারে না। তাই নিজেদের মধ্যে গণতন্ত্রের আইডিয়া প্রতিষ্ঠিত করতে হবে।

বিচারপতি আবদুর রউফ বলেন, দেশের সব সমস্যার কারণ একটিই সেটি হচ্ছে বিশৃঙ্খলা। রাষ্ট্রের সব প্রতিষ্ঠানের ভেতর বিশৃঙ্খলা বিরাজ করছে।

এ সময় বক্তারা দিগন্ত টিভি খুলে দিয়ে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
এসএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।