ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

‘ফ্যাসিবাদী আচরণ সরকারকে জনবিচ্ছিন্ন করে তুলছে’

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
‘ফ্যাসিবাদী আচরণ সরকারকে জনবিচ্ছিন্ন করে তুলছে’ খালেদা জিয়া / ফাইল ফটো

ঢাকা: সরকারের ফ্যাসিবাদী আচরণ তাদের ক্রমেই জনবিচ্ছিন্ন করে তুলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপনের পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোজাহার আলী প্রধানকে কারাফটক থেকে আটকের নিন্দা জানিয়ে খালেদা জিয়া এ বিবৃতি দেন।

তিনি বলেন, বর্তমান বিনা ভোটের সরকার তাদের অনৈতিক ক্ষমতাকে সংহত করতে সারাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের উপর যে অত্যাচারের স্টিমরোলার চালাচ্ছে, তা বর্ণনাতীত।

বিএনপি প্রধান বলেন, সরকার বিরোধী নেতাকর্মীদের জেলে পুরে, নিত্য-নতুন মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করে নিজেদের অগণতান্ত্রিক শক্তি হিসেবেই প্রতিষ্ঠিত করছে। সরকার এমনিতেই ভয়াবহ ইমেজ সংকটে নিপতিত, তার ওপর ফ্যাসিবাদী আচরণ তাদের ক্রমেই আরও জনবিচ্ছিন্ন করে তুলছে।

সরকার দেশের আইন কানুন ও বিচারিক রায়কে পর্যন্ত অশ্রদ্ধা করছে অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন বলেন, উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও অনেক ক্ষেত্রে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী অনেক রাজনৈতিক বন্দিকে সময়মত মুক্তি না দিয়ে নানা টালবাহানায় তাদের আটকে রাখা হচ্ছে। এরপরও কেউ জামিন নিয়ে মুক্তিলাভ করলেও কারাফটক থেকে নিত্য-নতুন সাজানো মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে পুনরায় আটক করে তাদের জেলে পুরছে। সরকারের এ ধরনের আচরণ মানবাধিকার ও মৌলিক অধিকার হরণের প্রকৃষ্ট উদাহরণ।

খালেদা জিয়া বলেন, আমরা যখন সাংবিধানিক অধিকার হিসাবে স্বীকৃত রাজনৈতিক কর্মসূচিগুলো পালনের উদ্যোগ নিচ্ছি এবং আমাদের দলকে তৃণমূল পর্যায় থেকে পুনর্গঠনের মত সাংগঠনিক কর্মসূচি নিয়ে এগোচ্ছি, তখন সরকার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের নিত্য-নতুন মামলায় আটক করছে, পুরনো মামলায় চার্জশিট প্রদান করছে।

এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে সরকার একধরনের একদলীয় শাসনব্যবস্থার দিকে হাঁটছে অভিযোগ করে বিএনপি প্রধান বলেন, সারা পৃথিবীতে যখন কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার অবসান ঘটছে, একনায়কতান্ত্রিক স্বৈরশাসনের বিলোপ ঘটছে, তখন শেখ হাসিনার সরকার বিরোধী দলকে নির্মূল করার দিবাস্বপ্নে বিভোর। গণতন্ত্রকে অবরুদ্ধ করে দীর্ঘ সময় দেশ শাসন করা যাবে না।

খালেদা জিয়া দ্রুত সব দলের অংশগ্রহণে নির্বাচনের দাবি জানিয়ে সরকারের উদ্দেশে বলেন, হিংসা-বিদ্বেষের পথ ছেড়ে আসুন একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থার জন্য একসঙ্গে কাজ করি।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।