ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

ঢাবির জিয়া হলের নাম পরিবর্তনের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
ঢাবির জিয়া হলের নাম পরিবর্তনের দাবি খালিদ মাহমুদ চৌধুরী

ঢাকা: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল’র নাম পরিবর্তনের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২৮ আগস্ট) ঢাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি এ দাবি জানান।



খালিদ মাহমুদ বলেন, ৫৬ হাজার বর্গমাইলে কোনো ‘খুনির’ নামে স্থাপনা থাকতে পারে না। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শত শত মুক্তিযোদ্ধা সেনা অফিসারকে হত্যা করেছেন। বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন।

তিনি বলেন, ইনডেমনিটি (দায়মুক্তি) অধ্যাদেশের মাধ্যমে খুনিদের বিচার বন্ধ করতে চেয়েছিলেন। তাই মুক্তবুদ্ধি চর্চার তীর্থস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমানের নামে হল থাকতে পারে না।

এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগকে দৃঢ় ভূমিকা রাখার আহ্বানও জানান ছাত্রলীগের সাবেক এই নেতা।

আলোচনায় বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনে বঙ্গমাতার অসামান্য অবদানের নানা দিক তুলে ধরেন তিনি।

হল শাখা ছাত্রলীগের সভাপতি খাদিজাতুল কোবরার সভাপতিত্বে হলের প্রাধ্যক্ষ ড. সবিতা রেজওয়ানা রহমান, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক আলমগীর হোসেন, ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
এসইউজে/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।