ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

তারেকের বিরুদ্ধে চার্জশিটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
তারেকের বিরুদ্ধে চার্জশিটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঢাকা: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিট দাখিলের প্রতিবাদে রাজধানীর মৌচাক এলাকায় বিক্ষোভ-মিছিল করেছে।

শনিবার (২৯ আগস্ট) ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামের নেতৃত্বে মিছিলটি বের হয়।



এছাড়া শাহবাগ থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সজল হোসেনের নেতৃত্বে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়েছে।

স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান ও স্বেচ্ছাসেবক দল কামরাঙ্গীরচর থানার সভাপতি এস এম সায়েমের নেতৃত্বে কামরাঙ্গীর চরেও বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।