ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

‘পানির সমস্যা সমাধানে সার্কের মাধ্যমে বসতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
‘পানির সমস্যা সমাধানে সার্কের মাধ্যমে বসতে হবে’ ছবি:দীপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পানির সমস্যা সমাধানে সার্ক সম্মেনের মাধ্যমে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালকে একসঙ্গে বসতে হবে বলে মত দিয়েছেন অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে খেলাফত মজলিশ আয়োজিত ‘আন্তর্জাতিক পানি নীতি ও বাংলাদেশের নদ-নদী’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মত দেন।


 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমদ বলেন, পানির সমস্যা সমাধানে এককভাবে ভারতের সঙ্গে বসা যাবে না। বসতে হলে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল যৌথভাবে সার্ক সম্মেলনের মাধ্যমে বসতে হবে। তাহলেই পানি সমস্যার সমাধানে একটি কার্যকর ফল পাওয়া যাবে।

দ্বি-পাক্ষিক চুক্তি করে ভারতের কাছ থেকে বাংলাদেশ কিছুই আদায় করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, ‘যদি আমরা বহুপাক্ষিক চুক্তি করি, আর তার সাক্ষী হিসেবে যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাংককে রাখা হয়, তাহলে শুধু পানি নয় আমরা নদীরও সুষ্ঠু বণ্টন পাবো। ’

আন্তর্জাতিক আইনের কথা উল্লেখ করে এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, ‘আমরা ভারতের কাছ থেকে বেআইনি কিছু চাই না। আমরা নিয়ম ও আইন অনুযায়ী নদীর পানি চাই। প্রয়োজনে আমাদেরকে জাতিসংঘের কাছে যেতে হবে। ’

টিপাইমুখ বাঁধের ভয়াবহতার চিত্র তুলে ধরে অধ্যাপক ড. এমাজউদ্দিন বলেন, ‘এই বাঁধ একটি ভূমিকম্পপ্রবণ এলাকায় রয়েছে। আর যদি ঐ বাঁধের ভেতরে পানি জমে তাহলে কি হবে এখনও তা বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে আমাদের নদীগুলো শুকনো খালে পরিণত হবে। দক্ষিণ অঞ্চল তখন ধু ধু শুকনো বালুর চরে পরিণত হবে। ’

দেশের জনগণের সচেতনতার উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘পানির স্বার্থটি শুধু আওয়ামী লীগ বা বিএনপির একার নয়। এটি সকলের স্বার্থ। তাই সকলকেই পানি সমস্যার সমাধানের জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। ’

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘টিপাইমুখ বাঁধ নির্মাণ হলে সুরমা ও মেঘনা নদী থাকবে না। দক্ষিণ অঞ্চল এমনিতেই লবনাক্ত, তা তখন ধু ধু বালুর চরে পরিণত হবে। আর সেখানে দু-চারটা খাল থাকবে। তাই আমি বলবো সবাইকে আজকে আত্মপক্ষ সমর্থন করতে হবে। ’

পানির সমস্যা শুধু রাজনৈতিক ব্যক্তিদের নয়, এটি অরাজনৈতিক ব্যক্তিদেরও। এর থেকে কেউ বেরিয়ে আসতে পারবে না। ঐক্যবদ্ধভাবে সবাই এগিয়ে আসলে পানির সমস্যা সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নজরুল ইসলাম।
 
খেলাফত মজলিশের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন- কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম বীরপ্রতীক, ড. আব্দুল লতিফ মাসুম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহবুব মোর্শেদ, ড. আহমদ আব্দুল কাদের, সংগঠনের নায়েবে আমির সৈয়দ মুজিবুর রহমান প্রমুখ। ‍

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
এনএইচএফ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।