ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

বিদ্যুতের বাড়তি দাম বাতিলের দাবি

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
বিদ্যুতের বাড়তি দাম বাতিলের দাবি

ঢাকা: সম্প্রতি বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে ঐক্য ন্যাপ। একই সঙ্গে সদ্য ঘোষিত এ বাড়তি দাম বাতিলের দ‍াবি জানিয়েছে দলটি।

 

শনিবার (২৯ আগস্ট) ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল্লাহ তারেকের পাঠ‍ানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে ঐক্য ন্যাপ নেতারা বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে বিদ্যুতের উৎপাদন খরচ বাড়ে। কিন্তু এখন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। অথচ সরকার ১ সেপ্টেম্বর থেকে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

‘এ ধরনের সিদ্ধান্ত অযৌক্তিক, গণবিরোধী ও অসৎ ব্যবসায়ীর আচরণতুল্য। এতে সবক্ষেত্রে দাম বাড়ানোর  নৈরাজ্য শুরু হবে। ’

তাই অবিলম্বে আন্তর্জাতিক বাজার দরের সঙ্গে সমন্বয় করে দাম বাড়ানোর এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা।
 
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
পিআর/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।