ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

গণতন্ত্র লৌহ কপাটে বন্দি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
গণতন্ত্র লৌহ কপাটে বন্দি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সরকার গণতন্ত্রকে লৌহ কপাটে বন্দি করে রেখেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।

রোববার (৩০ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।



জাতীয় কবি কাজী নজরুলের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এ আলোচনা সভার আয়োজন করে।

মাহবুব হোসেন আরও বলেন, নজরুল ছিলেন সাম্যের কবি, বিদ্রোহের কবি। আমাদের যুব সমাজকে নজরুলের কাছ থেকে শিক্ষা নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অংশ নিতে হবে। আজ ১৬ কোটি মানুষ গণতন্ত্রহীন অবস্থায় নির্যাতিত হচ্ছে, এখ‍ান থেকে নজরুলের কণ্ঠ উচ্চারিত হওয়া দরকার।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর শিকদার।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
এনএ/এমইউএম/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।