ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

আ’লীগের শোক র‌্যালি শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
আ’লীগের শোক র‌্যালি  শুরু ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বঙ্গবন্ধুর ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে রাজধানীতে আয়োজিত আওয়ামী লীগের শোক র‌্যালি শুরু হয়েছে।

রোববার এই শোকর‌্যালি উপলক্ষ্যে দুপুর থেকেই  নেতাকর্মীরা জড়ো হন রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনের সামনে।



এ সময় তাদের হাতে ছিলো কালো পতাকা, বুকে সাঁটা ছিলো কালো ব্যাজ। পরে র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিকেল পৌনে পাঁচটার দিকে শুরু হয় র‌্যালি। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ। বক্তব্য রাখেন আওয়ামী লীগের মহানগর এবং কেন্দ্রীয় নেতারা।

ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনের সামনে থেকে শুরু হয়ে এই শোক র‌্যালিশেষ হবে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির সামনে গিয়ে।

বঙ্গবন্ধুর ৪০তম শাহাদৎ বার্ষিকী এবং জাতীয় শোকদিবস উপলক্ষে আওয়ামী লীগের ৪০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই র‌্যালির আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ।
** বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়দাতা দেশের বিরুদ্ধে কৃষিমন্ত্রীর ক্ষোভ
** আ’লীগের শোক র‌্যালিতে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, আগস্ট ৩০,২০১৫
এসকে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।