ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

সোমবার দুপুরে বিএনপির সমন্বয় সভা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
সোমবার দুপুরে বিএনপির সমন্বয় সভা

ঢাকা: সোমবার (৩১ আগস্ট) বিএনপির বিভিন্ন সম্পাদক এবং দলের অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।

এদিন দুপুর ১টায় দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা হবে।

এতে সভাপতিত্ব করবেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

১ সেপ্টেম্বর দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, ৩ সেপ্টেম্বর দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৮ম কারামুক্তি দিবস এবং ১১ সেপ্টেম্বর দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির ৮ম বার্ষিকী পালন উপলক্ষে এ সভা ডাকা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট নেতাদের যথাসময়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ‍আগস্ট ৩০, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।