ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

‘আ’লীগ বুঝেই জাসদের সঙ্গে জোট বেঁধেছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
‘আ’লীগ বুঝেই জাসদের সঙ্গে জোট বেঁধেছে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): “৭৫ এর আগে এবং পরের জাসদের রাজনৈতিক অবস্থান বুঝেই আওয়ামী লীগ তাদের সঙ্গে জোট বেঁধেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ”

রোববার (৩০ আগষ্ট) দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় ঈদের আগে সড়কের সংস্কার কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।



মন্ত্রী বলেন, জাসদের আগের ও পরের রাজনৈতিক কার্যক্রম আমাদের অজানা নেই। কাজেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিষয়ে জাসদের ভুমিকা নিয়ে প্রশ্ন করলেও তাদের সঙ্গে জোট ভাঙার কোনো সম্ভাবনা নেই।

বর্তমানে বিভিন্ন নেতার মন্তব্যের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমাদের দলে কোনো কোন্দল নেই, সমন্বয়হীনতাও নেই এবং কোনো প্রকার অনৈক্যও নেই। সাম্প্রতিককালে কিছু কিছু বক্তব্য নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেসব বিষয় নিজে সামাধান করেছেন।
 
আসন্ন ঈদে যানজটের জন্য ঘরমুখো মানুষের দুর্ভোগের বিষয়ে মন্ত্রী বলেন, মাঝে মাঝেই নবীনগর-চন্দ্রা সড়কে গাড়ির চাপ বৃদ্ধি পেলে যানজট অসহনীয় পর্যায়ে চলে যায়। এবার যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করেই চন্দ্রা এলাকায় একটি বাইলেন নির্মাণ করা হচ্ছে এবং দুর্ঘটনাপ্রবণ এলাগুলোও প্রশস্ত করা হয়েছে।

আগামী ১৭ সেপ্টেম্বর  চন্দ্রার বাইলেন এবং বঙ্গবন্ধুর সেতুর পশ্চিম পাশের দুর্ঘটনাপ্রবণ এলাকার কাজ শেষে উদ্বোধন করা হলে যানজট সহনীয় পর্যায়ে থাকবে বলেও আশা করেন ওবায়দুল কাদের।

অন্যদিকে শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের চাপ কমাতে চায়নার সঙ্গে কথা হয়েছে। আগামী বছরের মধ্যে এলিভেটেট এক্সপ্রেসওয়ের কাজ শুরু করা হবে বলেও জানান মন্ত্রী।

ঈদের সময় মহাসড়কের পাশে কোরবানির হাট বসানো হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন মন্ত্রী।

সড়কের পূর্ব প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শনকালে সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীসহ সড়কের দায়িত্বে থাকা প্রশাসনের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
বিএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।