ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়দাতা দেশের বিরুদ্ধে কৃষিমন্ত্রীর ক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়দাতা দেশের বিরুদ্ধে কৃষিমন্ত্রীর ক্ষোভ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের আশ্রয়দাতা দেশগুলোর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
 
রোববার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোক সমাবেশের বক্তব্যে তিনি এ ক্ষোভ জানান।



কৃষিমন্ত্রী বলেন, যারা বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়েছে তাদের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির খুনিরা বাংলাদেশে আশ্রয় নিলে তারা কী করতেন? অথচ তারাই ন্যায়বিচার ও মানবাধিকারের কথা বেশি বলেন।

এ সময় বঙ্গবন্ধুর বাকি খুনিদের বিদেশ থেকে এনে ফাঁসি কার্যকর করার ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
এসকে/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।