ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

নাটোরে গুলিবিদ্ধ যুবলীগ নেতা লাইফ সাপোর্টে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
নাটোরে গুলিবিদ্ধ যুবলীগ নেতা লাইফ সাপোর্টে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোরের তেবাড়িয়ায় শনিবার যুবলীগের মিছিলে হামলার ঘটনায় গুলিবিদ্ধ যুবলীগ নেতা রাজীবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবীড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) রাতে অপারেশনের পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়।



আহত রাজীবের পারিবারিক সূত্রে জানা গেছে, মাথায় গুলিবিদ্ধ রাজীবের রাতেই অপারেশন করা হয়। অপারেশনের পরে কিছু সময় তার অবস্থা ভাল ছিল। কিন্তু হঠাৎ তার অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

এদিকে এ ঘটনার পর শনিবার রাতেই অভিযান চালিয়ে পুলিশ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মীকে আটক করে।  

এরা হলো- জেলা যুবদল সভাপতি সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হকের ছেলে ব্যবসায়ী সাদেকুল হক, যুবদল ও ছাত্রদল কর্মী আলী আজগর ইমন, হাবিবুর রহমান মিলন, আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন, সোহেল রানা, কাওসার আলম, ও শ্রী শরৎ কুমার।

তবে রোববার বিকেল ৫টা পর্যন্ত আটক নেতা-কর্মীদের আদালতে পাঠানো হয়নি।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।