ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

বুয়েটে শিবির সন্দেহে আটক ৯

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
বুয়েটে শিবির সন্দেহে আটক ৯

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী সন্দেহে ৯ ছাত্রকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে তুলে দিয়েছে ছাত্রলীগ।

আটকরা হলেন- তারিক রেজা, শুভ্র, ফয়সাল, রাফি, ইকবাল ইবু, রিয়াদ, লুৎফর রহমান, মিনার ও নাহিদ।

তারা সবাই বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভিন্ন বর্ষের ছাত্র।

সোমবার (৩১ আগস্ট) ভোরে বিশ্ববিদ্যালয়ের নজরুল ইসলাম হল থেকে আটক করা হয় তাদের।

বুয়েট ছাত্রলীগ সভাপতি শুভ্র জ্যোতি টিকাদার বাংলানিউজকে বলেন, জামায়াতের বইপত্র, সিডি ও আত্মঘাতী হামলার পরিকল্পনার কাগজপত্রসহ তাদেরকে আটক করে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, বিষয়টি তদন্তে বুয়েট উপাচার্যের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আটক ছাত্রদের উপাচার্যের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫/ আপডেট: ১৬০৮ ঘণ্টা
এসএ/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।