ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় ঐক্য চান নাজমুল হুদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় ঐক্য চান নাজমুল হুদা সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রশংসা করে তার নেতৃত্বে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা।

সোমবার (৩১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।



প্রিন্সেস ডায়ানার ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক লীগ।

বিএনপি থেকে বহিষ্কৃত ও নানা কারণে রাজনৈতিক অঙ্গনে আলোচিত ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়ন একটা জাতীয় ঐক্যের মাধ্যমে সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশ শাসন করছেন, উন্নয়ন করছেন, তার সঙ্গে একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। যেন এই ব্যাপক উন্নয়নের সঙ্গে সব মানুষ সম্পৃক্ত হতে পারে।

তিনি বলেন, ভালোকে ভালো, খারাপকে খারাপ বলতে হবে। বিরোধিতার জন্য বিরোধিতা করে উন্নয়নের পথে বাধা হওয়া যাবে না।

নাজমুল হুদা অভিযোগ করেন, আমরা একে অপরকে চ্যালেঞ্জ করে কথা বলি। আমরা কি ভালোবাসার সুরে কথা বলতে পারি না? দুই নেত্রীর মাঝে যখন সংলাপের ভাব (নমনীয়তা) দেখি। তখন অধীনস্থরা উস্কানি দিয়ে পরিবেশ নষ্ট করে।

আগামীতে যেন আর ১৫ আগস্টের মতো ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বহিষ্কৃত এ সদস্য।

সংগঠনের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে সভায় আরও আলোচনা করেন অ্যাডভোকেট গৌরাঙ্গ চন্দ্র কর, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
এসইউজে/আরইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।