ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

প্রতিষ্ঠাবার্ষিকীর দিন বিএনপির কর্মসূচি

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
প্রতিষ্ঠাবার্ষিকীর দিন বিএনপির কর্মসূচি

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে দলটি।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি ও দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।



এছাড়া একই দিন বিকেল ৩টায় কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট কাউন্সিল হলে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন দিবসটি উপলক্ষে ভিন্ন ভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

এদিকে দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপি প্রধান খালেদা জিয়া। বাণীতে তিনি, জনগণের অধিকার আদায় এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের ধারা পুনর্প্রতিষ্ঠায় বিএনপি অঙ্গীকারাবদ্ধ বলে মন্তব্য করেছেন। খালেদা জিয়া বলেছেন, নানা ঘাত-প্রতিঘাত, প্রতিকূলতা ও রাজনৈতিক বৈরী পরিবেশেও দেশের গণতন্ত্র যতবার বিপন্ন হয়েছে বা গণতন্ত্রের প্রতি আঘাত এসেছে-বিএনপি সবসময় জনগণকে সঙ্গে নিয়ে স্বৈরশাসন-গণতন্ত্রবিরোধী অপশক্তির চ্যালেঞ্জকে দৃঢ়ভাবে মোকাবিলা করেছে এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।