ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

কাজী জাফরের কুলখানি বুধবার

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
কাজী জাফরের কুলখানি বুধবার কাজী জাফর আহমদ

ঢাকা: জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের কুলখানি বুধবার (০২ সেপ্টেম্বর) গুলশানের আজাদ মসজিদে বাদ আসর অনুষ্ঠিত হবে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে পার্টির গুলশানের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টি. আই. এম. ফজলে রাব্বি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেসিডিয়ামের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে।



সভায় প্রবীণ নেতা কাজী জাফর আহমদের কুলখানিতে তার সব শুভানুধ্যায়ী ও সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণের অনুরোধ জানানো হয়।

এছাড়া আগামী শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সারাদেশের সব মহানগর, জেল ও উপজেলায় মরহুমের রূহের মাগফেরাত কামনা করে কুলখানি ও দোয়া মাহফিল আয়োজন করার জন্য দলের নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস. এম. এম. আলম, আহসান হাবীব লিংকন, লুৎফর রহমান চৌধুরী হেলাল, নওয়াব আলী আব্বাস খান, আনোয়ারা বেগম অধ্যাপক ডা. একেএম শহিদুল ইসলাম, অ্যাডভোকেট মজিবুর রহমান, অ্যাডভোকেট মাওলানা রুহুল আমীন, অ্যাডভোকেট হোসনে আরা আহসান, খালেকুজ্জামান চৌধুরী, জাফরউল্লাহ খান চৌধুরী (লাহরী), অ্যাডভোকেট মুহম্মদ শফিউদ্দিন ভূঁইয়া, আলহাজ সেলিম মাস্টার প্রমুখ।

প্রবীণ রাজনীতিক কাজী জাফর আহমদ বৃহস্পতিবার সকাল ৭টায় গুলশানের নিজ বাসভবনে (রোড-৬৮, বাসা-২) হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোয়া ৭টায় মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।