ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

জিয়ার দয়ায় ইনু মন্ত্রী হয়েছেন!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
জিয়ার দয়ায় ইনু মন্ত্রী হয়েছেন! বিএনপি’র মুখপাত্র আসাদুজ্জামান রিপন

ঢাকা: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাধারণ ক্ষমা ও অনুগ্রহেই হাসানুল হক ইনু মন্ত্রী হয়েছেন, পতাকা উড়িয়ে গাড়িতে চড়তে পারছেন বলে মন্তব্য করেছেন বিএনপি’র মুখপাত্র আসাদুজ্জামান রিপন।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।



রিপন বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতটা অসহায়, জেনে শুনেই ১৯৭৫ সালের অনুঘটকদের মন্ত্রী করতে হয়েছে। ১৯৭২ সাল থেকে ৭৫ সাল পর্যন্ত যে লোক আওয়ামী লীগকে তছনছ করতে দলটি থেকে বের হয়ে গণবাহিনী তৈরি করেছিলেন, সেই বাহিনীর একজন উপ-অধিনায়ককে তার মন্ত্রী সভায় রাখতে হয়েছে। প্রতিদিন তার চেহারা দেখতে হয়। এটা তার জন্য অসহায়ত্ব ছাড়া আর কিছুই না।

শেখ হাসনার জন্য বিএনপি’র দুঃখ হয় মন্তব্য করে তিনি বলেন, হাসানুল হক ইনু শুধু সামাজিকভাবে শৃঙ্খলা নষ্ট করেনি। বরং ইনু তার বাহিনীর দ্বারা সেনাবাহিনীর মধ্যেও বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করেছেন। অসংখ্য সেনা সদস্য হত্যা করেছেন। এজন্য তাকে আটকও করা হয়েছিল। সেই দিন জিয়াউর রহমান তাকে সাধারণ ক্ষমা করেছিলেন। যার জন্য তিনি প্রাণে বেঁচে আছেন।   

আজকে তার ভাগ্য ভালো, তিনি মন্ত্রী হয়েছেন। কিন্তু আওয়ামী লীগের জন্য দুর্ভাগ্য, যারা মুজিব হত্যার অনুঘটক তাদেরই মন্ত্রী পরিষদে নিয়ে মিটিং করতে হচ্ছে।

মন্ত্রীত্বের লোভে লোক ভোলানো যত কথাই বলুন না কেন ১৯৭৫ সালে যারা আওয়ামী লীগ করেছেন তারা কখনোই ইনু ও জাসদকে ক্ষমা করবে না বলেও উল্লেখ করেন বিএনপি’র এ নেতা।  

সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, আজকে এ কথা বলতেও লজ্জা লাগছে, যে শিক্ষকরা ছাত্রদের হাতে লাঞ্ছনার শিকার হচ্ছেন। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই। শাসক দলের ছাত্র নামধারী গুণ্ডাদের এমন আচরণে দেশের সম্মান নষ্ট হচ্ছে।

দেশজুড়ে বিএনপি’র ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সরকারি দলের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।  
 
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিএনপি’র ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ১০টায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এছাড়া রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আলোচনা সভা হবে, জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম ও যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
এজেডকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।