ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

গ্যাস ও বিদ্যুতের দাম না কমালে কঠিন আন্দোলন

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
গ্যাস ও বিদ্যুতের দাম না কমালে কঠিন আন্দোলন

ঢাকা: সরকার গ্যাস ও বিদ্যুতের দাম না কমালে কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

সোমবার (৩১ আগস্ট) এক বিবৃতিতে নেতারা অনতিবিলম্বে জ্বালানি গ্যাস ও বিদ্যুতের বর্ধিত মূল্য কমানোর দাবি জানান।

আর তা না হলে জনগণ সরকারের শোষণ ও জুলুমের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তুলবে বলেও মন্তব্য করেন তারা।

খেলাফত মজলিস নেতারা বলেন, গ্যাসের দাম ২৬ দশমিক ২৯ শতাংশ এবং বিদ্যুতের দাম ২ দশমিক ৯৩ শতাংশ বৃদ্ধি করা হলো। যা সম্পূর্ণ অন্যায় ও অযৌক্তি।

তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দামে এমনিতেই জনগণের নাভিশ্বাস উঠেছে। এ অবস্থায় সময়ের দাবি হচ্ছে তেল, গ্যাস, বিদ্যুতের মূল্য কমানো।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।