ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

‘বঙ্গবন্ধু বাঙ‍ালি জাতিকে ভালোবেসে সংগ্রাম করেছেন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
‘বঙ্গবন্ধু বাঙ‍ালি জাতিকে ভালোবেসে সংগ্রাম করেছেন’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাঙালি জাতিকে ভালোবেসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছেন বলে মত প্রকাশ করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে গণপূর্ত ভবনে জাতীয় শোক দিবস ও জাতির জনকের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মত প্রকাশ করেন।



আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশের চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি।

শাজাহান খান বলেন, বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে জিয়াউর রহমান বৈঠক করেছিলেন এটা সবাই জানেন। কিন্তু বিএনপি নেতা হাফিজুর রহমান দু’দিন আগে বলেছেন জিয়াউর রহমান বিষয়টি জেনেছেন ১৫ আগস্ট সকালে। এর চেয়ে বড় মিথ্যাচার আর হতে পারে না।

বিএনপি-জামায়াতের ড‍াকা সরকার বিরোধী হরতাল-অবরোধের সময় সংঘটিত সহিংসতার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদার জিয়ার বিচার করা হবে বলেও মন্তব্য করেন শাজাহান খান।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, উনি (খালেদা জিয়া) স্বাধীনতা বিরোধী জামাতের সঙ্গে জোট করেছেন। ২০১১ সালে উত্তরাঞ্চলের বিভিন্ন জনসভায় যুদ্ধাপরাধী গোলাম আজম, মুজাহিদ, সাঈদী, সালাউদ্দিন কাদের চৌধুরীদের পক্ষে সাফাই গেয়েছেন। ক্ষমতায় থাকতে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছেন। তার মুখে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের কথা মানায় না।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। হত্যাকারীদের বিচার করা হলেও ষড়যন্ত্রকারীদের বিচার হয়নি। অবিলম্বে তাদের খোঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্য নষ্ট করতে আবারও সক্রিয় হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থেকে এ ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতির সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন এবং কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক নিজামুল ইসলাম ভূঁইয়া।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
এইচআর/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।