ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

আওয়ামী লীগের কমিটিতে জামায়াত কর্মী!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৫
আওয়ামী লীগের কমিটিতে জামায়াত কর্মী!

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের কমিটিতে এক জামায়াত কর্মীকে অন্তর্ভূক্ত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই জামায়াত কর্মীকে কমিটি থেকে সরিয়ে দিতে আখাউড়া উপজেলার একটি ইউনিয়ন শাখা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১২৮ নেতাকর্মী জেলা আওয়ামী লীগের কাছে লিখিত আবেদন করেছেন।



জামায়াতের কর্মীকে বাদ না দিলে নেতাকর্মীরা গণপদত্যাগ করবেন বলেও আবেদনে উল্লেখ করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌরসভার মেয়র হেলাল উদ্দিন অভিযোগ পত্রটি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

জেলা আওয়ামী লীগের একাধিক নেতা অভিযোগের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এদিকে বিষয়টি স্থানীয় ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য ও আইনমন্ত্রীকে জানানোরও উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
 
জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দেওয়া মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১২৮ নেতাকর্মী স্বাক্ষরিত অভিযোগে বলা হয়, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আবু তাহের খান জামায়াতের কর্মী। এছাড়া আওয়ামী লীগের কমিটিতে মনিয়ন্দের এক গ্রাম থেকে তিনজন ও এক বাড়ি থেকে দু’জনকে স্থান দেওয়া হয়।

উপজেলা আওয়ামী লীগের কমিটির গঠনের সময় নিয়ম অনুযায়ী ইউনিয়ন আওয়ামী লীগের মতামতও উপেক্ষা করা হয়েছে।
 
সেখানকার নেতাকর্মীরা জানান, গত জুলাই মাসে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি জেলা থেকে অনুমোদন দেওয়া হয়েছে বলে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় জানানো হয়। ওই সভায় অন্যদের সঙ্গে আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের শিক্ষক আবু তাহের খানকে সদস্য হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপর থেকেই শুরু হয় তোলপাড়।
 
অভিযোগ উঠে, উপজেলা আওয়ামী লীগে শীর্ষস্থান পাওয়া এক নেতার সঙ্গে সখ্যতার কারণেই আবু তাহের দলে স্থান করে নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়াশুনা করার সময় তিনি জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে অনেকে অভিযোগ করেন।

মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, আবু তাহের খান ছাত্র জীবনে জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। তিনি কখনোই আওয়ামী লীগের কোনো অনুষ্ঠানে যোগ দেননি।

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল জানান, আবু তাহের খান অতীতে কোনো দিনই আওয়ামী লীগের কোনো অনুষ্ঠানে যোগ দেননি। জেলা কমিটির কাছে দেওয়া অভিযোগের অনুলিপি হাতে পেয়েছেন বলেও জানান তিনি।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র হেলাল উদ্দিন বাংলানিউজকে জানান, তিনি একটি অভিযোগপত্র পেয়েছেন। জেলা আওয়ামী লীগের পরবর্তী সভায় বিষয়টি উত্থাপন করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।